Lyrics of Bangla song

Moner Manush

চাতক প্রায় আহরনিসি
চেয়ে আছে কালো শশি…
চাতক প্রায় আহরনিসি
চেয়ে আছে কালো শশি…

আমি হব বলে চরণ দাসি
হব বলে চরণ দাসি…
ও তা হয়না কপাল গুনে
ও তা হয়না কপাল গুনে…

আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে…
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে…

আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের শনে…

মে ওয়াহা যা চুকা হু
তু যাহা রেহে চুকা হে…
মে ওয়াহা যা চুকা হু
তু যাহা রেহে চুকা হে…

মেরে দিল মে কাহি তু ছুপা তো নাহি
মুসকুরাতা হুয়া তু এহি হে কাহি…
ঢুন্ডতা ফির রাহা এক নিশানি তেরি
মিলভি যায়ে তু পুছু কাহানি মেরি…

কিসলিয়ে, কিসলিয়ে
জি রাহা হু এহা…
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে…

ও আমার মনের মানুষের সনে
ও আমার মনের মানুষের সনে…

মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেশন…
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেশন…

আমি কালারে হারায়ে তেমন
কালারে হারায়ে তেমন…
ওই রুপ হেরিয়ে দর্পণে
ওই রুপ হেরিয়ে দর্পণে…

ও আমার মনের মানুষেরি সনে
আমার মনের মানুষেরি সনে…

মিলন পানে কো মে তেরা
ও মিলন পানে কো মে তেরা…
জোগি বানকে ফিরু দেখ বান বান মে
ও জোগি বানকে ফিরু দেখ বান বান মে…

মেরে মানমে রেহেনে ওয়ালে
মেরে মানমে রেহেনে ওয়ালে…
কাভি তো আ মেরে পিয়াসে ন্যানা মে
ও কাভি তো আ মেরে পিয়াসে ন্যানা মে…

যখন ওই রুপ শ্মরণ হয়
থাকে না লোকো লজ্জার ভয়…
যখন ওই রুপ শ্মরণ হয়
থাকে না লোকো লজ্জার ভয়…

লালন ফকির ভেবে বলে সদাই
লালন ফকির ভেবে বলে সদাই…

ওই প্রেম যে করে সে জানে
হে ওই প্রেম যে করে সে জানে…
আমার মনের মানুষেরি শনে
আমার মনের মানুষেরি শনে…

মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে…
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে…